ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

পাথরবাহী ট্রাকে মিললো ১৮৪ বস্তা ভারতীয় চিনি

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ৩০ অক্টোবর ২০২৪  
পাথরবাহী ট্রাকে মিললো ১৮৪ বস্তা ভারতীয় চিনি

সিলেটের জৈন্তাপুরে পাথরবাহী ট্রাক থেকে ১৮৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের বিরাইমারা কদমখাল এলাকা থেকে এই চিনি জব্দ হয়। এসময় ট্রাক চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান এ তথ্য জানিয়েছেন। 

ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, পাথরবাহী ট্রাকে (ঢাকা মেট্রো-ট-২৪-৭৩৭৯) তল্লাশি চালানো হয়। এসময় পাথরের নিচে কৌশলে লুকিয়ে রাখা ১৮৪ বস্তা ভারতীয় চিনি জব্দ হয়। ট্রাকটিকেও জব্দ করা হয়। পরে ট্রাকটির চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করে পুলিশ। 

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃতরা হলেন- নওগাঁ সদরের চকমহাদেব গ্রামের মোস্তাক আলীর ছেলে মো. রকি বাবু (২৬) ও মান্দা উপজেলার শাহাপাড়া গ্রামের মো. সাব্বির হোসেন (১৯)। 

ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, জব্দকৃত চিনির আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ১৪ হাজার টাকা। চোরাচালানের চিনি জব্দের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দুই জনসহ পলাতক এক জনকে আসামি করে থানায় মামলা করেছে। গ্রেপ্তারকৃতদের আজ সকালে আদালতে পাঠানো হয়।

নূর/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়