ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হোসেনপুরে আগুনে পুড়লো ৮ দোকান

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৫, ১ নভেম্বর ২০২৪  
হোসেনপুরে আগুনে পুড়লো ৮ দোকান

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় আগুনে আটটি দোকান পুড়ে গেছে। শুক্রবার (১ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পৌরসভার মিষ্টিপট্টি মোড় এলাকায় আগুনের সূত্রেপাত হয়। তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (১ নভেম্বর) হোসেনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবস্টেশন অফিসার শামসুল হক জানান, আজ ভোর সাড়ে ৪টার দিকে হোসেনপুর পৌরসভার মিষ্টিপট্টি মোড় এলাকায় কয়েকটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত ছাড়া কিছু বলা যাবে না। কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্তের পর বলা যাবে।

আরো পড়ুন:

এলাকাবাসী জানান, আজ ভোর সাড়ে ৪টার দিকে হোসেনপুর পৌরসভার মিষ্টিপট্টি মোড় এলাকায় ফিরোজা মেডিক্যাল হল ও বৈশাখী হোটেলে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে আরও ছয়টি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে। ফায়ার সর্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই মালামালসহ আটটি দোকান পুড়ে যায়। 

রুমন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়