ঢাকা     মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩১

লেবাননে বোমা হামলায় বাংলাদেশি নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৬, ৩ নভেম্বর ২০২৪  
লেবাননে বোমা হামলায় বাংলাদেশি নিহত

মোহাম্মদ নিজাম

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি যুবক মোহাম্মদ নিজাম (৩২) নিহত হয়েছেন। লেবাননের স্থানীয় সময় শনিবার (২ নভেম্বর) বিকালে দেশটির বৈরুতের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালালে সেখানে বোমা বিস্ফোরিত হয়ে তিনি নিহত হন। 

নিহত নিজাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের খাড়েরা গ্রামের মোহাম্মদ আব্দুল কুদ্দুসের ছেলে। লেবাননের সঙ্গে ইসরাইলের যুদ্ধ চলছে। এতে প্রতিনিয়ত দেশ দুটিতে হতাহত হচ্ছে। যার বড় অংশ বেসামরিক মানুষ।

খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মোহাম্মদ নিজাম জীবিকার তাগিদে ১২ বছর আগে লেবাননে যান। শনিবার কর্মস্থলে যাওয়ার পথে বোমা বিস্ফোরিত হয়ে তিনি নিহত হয়েছেন বলে তার বড় ভাই আমাকে নিশ্চিত করেছেন।’

আরো পড়ুন:

নিজামের মরদেহ সেখানে হিমঘরে রাখা আছে বলে জানান ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান। 

রুবেল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়