ঢাকা     বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

শিক্ষকদের বকেয়া বেতনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৫, ৩ নভেম্বর ২০২৪   আপডেট: ১৯:০৬, ৩ নভেম্বর ২০২৪
শিক্ষকদের বকেয়া বেতনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ঠাকুরগাঁও পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষকদের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

রোববার (৩ নভেম্বর) দুপুরে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। 

পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিউটার বিভাগের ষষ্ঠ বর্ষের শিক্ষার্থী আবু সাঈদ বলেন, ‌‘আমাদের প্রতিষ্ঠানের ১৪ জন শিক্ষক ২০১২ সাল থেকে ‘স্কিলস এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (এসটিইপি)’ প্রকল্পের অধীনে নিয়োগপ্রাপ্ত হয়ে আমাদের শ্রেণি কার্যক্রম পরিচালনা করে আসছেন। ২০১৯ সালের জুন মাসে প্রকল্পটির মেয়াদ শেষ হলেও সরকারের পক্ষ থেকে তাদের শ্রেণি কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। এরপর থেকে তাঁরা বেতন-ভাতা পাননি। ফলে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। আমরা আমাদের শিক্ষকদের বকেয়া বেতন দ্রুত দিয়ে দেওয়ার আহ্বান করছি।’ 

আরো পড়ুন:

মেকাটনিক্স বিভাগের শিক্ষার্থী নাঈম ইসলাম বলেন, ‘শিক্ষকরা আমাদের গড়তে এসে যদি নিজেরাই মানসিকভাবে ভেঙে পড়েন তাহলে আমরা শিক্ষার্থীরা কখনোই ভালো শিক্ষা অর্জন করতে পারবো না। দ্রুত আমাদের শিক্ষকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের ব্যবস্থা করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

অপর শিক্ষার্থী মঈন আহম্মেদ বলেন, ‘আমাদের এই সংকটজনক পরিস্থিতির সমাধানে অন্তবর্তীকালীন সরকারে সদয় দৃষ্টি আকর্ষণ করছি। যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি। শিক্ষকদের জীবনে আর্থিক সংকট দেখা দিলে এর প্রভাব আমাদের ওপর পড়বে।’ 

মঈনুদ্দীন/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়