ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা 

সিলেট সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ৭ ডিসেম্বর ২০২৫  
শাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা 

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণার তথ্য জানান ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনে নিজেদের প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণার তথ্য জানান কেন্দ্রীয় ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠেয় শাকসু নির্বাচনে শিবির ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ নামে প্যানেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেলোয়ার হোসেন শিশির, জিএস পদে মজাহিদুল ইসলাম এবং এজিএস পদে শাকিল আহমদ।

আরো পড়ুন:

এছাড়াও ক্রীড়া সম্পাদক পদে মাহবুব হাসান অনু, সহ-ক্রীড়া সম্পাদক পদে আহমেদ বিন কেফায়েত, সাহিত্য ও বাষির্কী সম্পাদক তামিম রিজওয়ান, সাংস্কৃতিক সম্পাদক জাবের বিন আব্দুল খালেক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ইব্রাহিম বিন ইসলাম, ধর্ম ও সম্প্রতি বিষয়ক সম্পাদক আসিফ ভূইয়া, সমাজসেবা সম্পাদ আজাদ শিকদার, ছাত্রী বিষয়ক সম্পাদক আমিনা বেগম, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলী আব্বাস শাহীন, শিক্ষা গবেষণা ও ক্যারিয়ার ডেভেলাপমেন্ট বিষয়ক সম্পাদক শামছুল শায়ান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সামাদ শান্ত, আন্তজার্তিক সম্পাদক সাজ্জাদুর রহমান শিবলু, পরিবহন সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম সৌরভ, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন সম্পাদক আসিফুর রহমান, আইন ও মানবাধিকার সম্পাদক বোরহান উদ্দিন এবং সদস্যরা হলেন, সুমাইয়া নাভা, আদিবা সালেহা, শুয়াইব চৌধুরী, মোস্তাফিজুর রহমান, জামিলুর রেজা সৈকত।

কেন্দ্রীয় ছাত্র শিবিরের প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেন, ‘‘আগামী শাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছি। যার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ছাত্র ও হল সংসদ নির্বাচনে আমাদের প্রার্থীরা নির্বাচনী প্রচার চালিয়ে যেতে পারবেন।’’ 

ঢাকা/রাহাত/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়