ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেত্রকোণায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৬, ১২ নভেম্বর ২০২৪  
নেত্রকোণায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন

আহ্বায়ক শেখ হাসনাত জনি ও সদস্য সচিব আশরাফুল আলম অপূর্ব

নেত্রকোণায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা নেতৃত্ব গঠন করা হয়েছে। ২৫৭ সদস্যের নতুন এ আহ্বায়ক কমিটিতে শেখ হাসনাত জনিকে আহ্বায়ক ও মো. আশরাফুল আলম অপূর্বকে সদস্য সচিব করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে সোমবার (১১ নভেম্বর) রাতে এ কমিটি প্রকাশ করা হয়।

আরো পড়ুন:

আগামী ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন করার কথা জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক প্রিতম সোহাগ জানান, কমিটিতে ছাব্বির আহম্মদকে মুখ্য সংগঠক ও সাবা সরকার তৌওশীকে মুখপাত্র করা হয়েছে। তারা নেত্রকোণা সরকারি কলেজ ও আবু আব্বাস কলেজের শিক্ষার্থী। এছাড়াও কমিটিতে যুগ্ম আহ্বায়ক ৪২ জন, যুগ্ম সদস্য সচিব ৪৪ জন, সংগঠক ৫২ জন ও ১১২ জনকে সদস্য করা হয়েছে।

নতুন কমিটির আহ্বায়ক শেখ হাসনাত জনি বলেন, ‘বিপ্লবের মাধ্যমে গঠিত বর্তমান সরকারের রাষ্ট্র সংস্কারসহ সব কাজে আমরা সহযোগিতা করব। দ্রুত নতুন কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করে অগ্রাধিকার ভিত্তিতে সাংগঠনিক কাজ নির্ধারণ করব। পরে সেই অনুযায়ী সংগঠনের কাজ এগিয়ে নেবো।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক প্রিতম সোহাগ বলেন, জুলাই বিপ্লবের স্পিরিট ধরে রাখতে এবং সুসংগঠিতভাবে রাষ্ট্রীয় সংস্কার কাজে ছাত্র প্রতিনিধিদের অংশ গ্রহণ নিশ্চিত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশের মতো নেত্রকোণা জেলায় কমিটি দেওয়া হয়েছে। কমিটির সকল সদস্য জুলাই-বিপ্লবে স্ব স্ব অবস্থান থেকে কোটা সংস্কার ও স্বৈরাচার পতন আন্দোলনে ভূমিকা রেখেছিলেন। কমিটিতে জুলাই বিপ্লবে আহতরা স্থান পেয়েছেন, রয়েছেন নারী প্রতিনিধি এবং মাদ্রাসা প্রতিনিধি। কমিটির সকলের নেতৃত্ব ও দায়িত্বশীলতার প্রতি কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আস্থা রয়েছে বলে জানান তিনি।  
 

ঢাকা/রেজা/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়