ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুমিল্লায় অস্ত্রসহ সন্ত্রাসী আল-আমিন গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৪, ২৩ নভেম্বর ২০২৪   আপডেট: ০৯:০৬, ২৩ নভেম্বর ২০২৪
কুমিল্লায় অস্ত্রসহ সন্ত্রাসী আল-আমিন গ্রেপ্তার

কুমিল্লায় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আল-আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জগন্নাথ মন্দির এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড কার্তুজসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

শুক্রবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মাহমুদুল হাসান।

আল-আমিন কুমিল্লা নগরীর সংরাইশ এলাকার মো. ইদু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, “আমরা দীর্ঘদিন ধরে র‌্যাব-১১সহ আল-আমিনকে গ্রেপ্তারের চেষ্টা করছি। অবশেষে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।”

র‍্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মাহমুদুল হাসান বলেন, “আল-আমিন কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ করে আসছিল। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর গুলিবর্ষণেরও তথ্য পাওয়া যায়। আমরা আসামির বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানায় নতুন করে একটি অস্ত্র মামলা করেছি।”

উল্লেখ্য আল-আমিনের বিরুদ্ধে ছিনতাই, সন্ত্রাস, ধর্ষণ, ব্যাংক লুট ও ডাকাতি, চাঁদাবাজিসহ ২৬টি মামলা রয়েছে।

ঢাকা/রুবেল/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়