ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে স্বামীকে মারধরের অভিযোগ 

নাটোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ২৩ নভেম্বর ২০২৪  
অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে স্বামীকে মারধরের অভিযোগ 

নাটোরের বড়াইগ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে বাড়িতে আসা উজ্জ্বল কুমার মন্ডল (২৫) নামে এক যুবককে পরিবারের সামনে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার ২ মিনিট ৫৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

গত বুধবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার কালিকাপুর গ্রামে ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‍“স্থানীয়রা উজ্জ্বল নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছিল। আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।”

আহত উজ্জ্বল বনপাড়া পৌরসভার কালিকাপুর শ্মশানঘাট এলাকার সবজি ব্যবসায়ী বিশ্বনাথ মন্ডলের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সঙ্গে চলাফেরা করতেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

এলাকাবাসী জানান, গত বুধবার দুপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য উজ্জ্বল বাড়িতে আসেন। বাড়িতে আসার তথ্য জানতে পেরে কয়েকজন ব্যক্তি উজ্জ্বলের ওপর হামলা করেন। গতকাল শুক্রবার স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করেন। 

ভিডিওতে দেখা যায়, জালাল ভূঁইয়া, জাহাঙ্গীর আলম, শুভসহ ৭/৮ জন ব্যক্তি লাঠি নিয়ে উজ্জ্বলের বাড়িতে এসে তাকে মারধর করতে শুরু করেন। উজ্জ্বলের বৃদ্ধ মা-বাবা এগিয়ে আসলে তাঁদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।

এসময় অন্তঃসত্ত্বা স্ত্রী উজ্জ্বলকে বাঁচাতে হামলাকারীদের পা ধরে মারধর বন্ধ করার অনুরোধ করেন। একপর্যায়ে উজ্জ্বল অচেতন হয়ে গেলে তাকে বসিয়ে পানি পান করানো হয়। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ উজ্জ্বলকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে তাকে গ্রেপ্তার দেখিয়ে গত বৃহস্পতিবার সকালে নাটোরের বড়াইগ্রাম আমলি আদালতে পাঠায়। আদালত সেদিনই উজ্জ্বলের জামিন মঞ্জুর করেন।

এ বিষয়ে জানতে ভুক্তভোগী উজ্জ্বলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়