ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গরুর সঙ্গে এ কেমন শত্রুতা!

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৬, ২৫ নভেম্বর ২০২৪   আপডেট: ১২:২৮, ২৫ নভেম্বর ২০২৪
গরুর সঙ্গে এ কেমন শত্রুতা!

মারা যাওয়া অস্ট্রেলিয়ান জাতের দুটি গরু। ফাইল ফটো

গাইবান্ধার সুন্দরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দুটি গরু (গাভী) মেরে ফেলার অভিযোগ উঠেছে। মারা যাওয়া অস্ট্রেলিয়ান জাতের গরু দুটির দাম প্রায় ৩ লাখ টাকা বলে দাবি ক্ষতিগ্রস্ত গরুর মালিক আবুল হোসেনের। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

রোববার (২৪ নভেম্বর) ভোররাতে উপজেলার সোনারায় ইউনিয়নের ছাইতানতলা গ্রামে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আবুল হোসেন সোনারায় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

গরু মালিক আবুল হোসেন অভিযোগ করে বলেন, ‘‘বাড়িতে দেশি জাতসহ ৬টি গরু লালন-পালন করি। শনিবার রাতে গোয়াল ঘরে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি, দুটি গরু গোয়াল ঘরে মরে পড়ে আছে। রাতে কোনো এক সময় বিষ প্রয়োগ করা খাবার খেয়ে গরু দুটির মৃত্যু হয়েছে। এর মধ্যে, একটি গাভী ৫ মাস আগে ও অপরটি এক বছর আগে দুটি বাছুরের জন্ম দেয়। গাভী দুটি প্রতিদিন ১০-১২ লিটার দুধ দিত। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন গরু দুটি মেরে ফেলেছে।’’

সুন্দরগঞ্জ থানার অভিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ‘‘অভিযোগকারী সন্দেহ করছেন, পূর্ব শত্রুতার জেরে গরু দুটি প্রতিপক্ষের লোকজন মেরে ফেলেছেন। প্রাণিসম্পদ অধিদপ্তর মারা যাওয়া গরু দুটির ময়নাতদন্তের জন্য ঘটনাস্থলে গেছে। প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/মাসুম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়