ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝালকাঠিতে ১৮১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১০, ২৫ নভেম্বর ২০২৪  
ঝালকাঠিতে ১৮১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

ঝালকাঠির রাজাপুরের একটি গোডাউন থেকে ১৮১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় গোডাউনের ম্যানেজার সম্রাট হাওলাদারকে (২৯) ৩০ হাজার  টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার মেডিক্যাল মোড় এলাকার ওই গোডাউনে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) হাসান মোহাম্মদ শোয়াইব। 

আরো পড়ুন:

অভিযান চলাকালে ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা ও পরিদর্শক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। 

ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা বলেন, “১৮১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। যার মূল্য আনুমানিক আড়াই লাখ টাকার বেশি। প্রতিষ্ঠানের মালিককে না পাওয়ায় ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ কৃত পলিথিন পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয় নিয়ে যাওয়া হয়েছে।”

ঢাকা/অলোক/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়