ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নড়াইলে হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৫, ২৭ নভেম্বর ২০২৪   আপডেট: ০৮:৫৭, ২৭ নভেম্বর ২০২৪
নড়াইলে হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলের কালিয়া উপজেলার রাজাপুর গ্রামের সাহেব আলী মিয়া হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) সাড়ে ১২টার দিকে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শাজাহান আলী এ রায় দেন। 

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কালিয়া উপজেলার রাজাপুর গ্রামের খলিল ফকির ও মারুফ ফকির।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০২ সালে ১৯ অক্টোবর সকালে কালিয়া উপজেলার রাজাপুর গ্রামের সাহেব আলী মিয়াকে প্রতিপক্ষ লোকজনের ধারালো অস্ত্রের কোপে নিহত হন। এ ঘটনায় বিশ্বাস আজিজুর রহমান বাদী হয়ে ১৪ জনকে আসামি করে কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে দুইজনকে যাবজ্জীবন এবং বাকি আসামিদের বেকসুর খালাস দেন বিচারক। 

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) কাজী জিয়াউর রহমান পিকুল রায় প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত মারুফ ফকির রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন। খলিল ফকির পলাতক রয়েছে।

ঢাকা/শরিফুল/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়