ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিমান বাহিনীকে পঞ্চম জেনারেশনে উন্নীত করাই প্রধান লক্ষ্য: এয়ার চিফ মার্শাল

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ২৭ নভেম্বর ২০২৪   আপডেট: ১৮:০২, ২৭ নভেম্বর ২০২৪
বিমান বাহিনীকে পঞ্চম জেনারেশনে উন্নীত করাই প্রধান লক্ষ্য: এয়ার চিফ মার্শাল

টাঙ্গাইলের মধুপুর উপজেলার রসুলপুর বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জে বার্ষিক গোলা বর্ষণ মহড়া অনুষ্ঠানে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন

একুশ শতকের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় অন্তর্বর্তী সরকারের মাধ্যমে বিমান বাহিনীকে পঞ্চম জেনারেশনে উন্নীত করাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। 

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার রসুলপুর বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জে বার্ষিক গোলা বর্ষণ মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, “মহড়ার মূল উদ্দেশ্যে হচ্ছে আমাদের সক্ষমতা যাচাই করা। এর মাধ্যমে আমরা আমাদের অনেক বিষয় নির্ণয় করে সে মোতাবেক পদক্ষেপ গ্রহণ করি। বিমান বাহিনীর প্রধান ভূমিকা হচ্ছে দিগন্ত, স্থল ও জলে যে কোনো আঘাত প্রতিহত করা। দেশের যে কোনো প্রয়োজনে ২৪ ঘণ্টা, সাত দিন সবসময় আমরা প্রস্তুত থাকি।”

অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিভিন্ন মন্ত্রাণালয় ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিমানের পঞ্চম জেনারেশন হলো- যুদ্ধবিমান প্রযুক্তির ক্ষেত্রে এক বিপ্লবী অধ্যায়। এই বিমানগুলো অত্যাধুনিক প্রযুক্তির সমাহার। এই প্রযুক্তি বিমানগুলোকে আরো ক্ষমতাশালী, রাডারে অদৃশ্যমান থাকতে সক্ষম এবং নির্ভুল করে তুলেছে।

পঞ্চম জেনারেশন বিমানের মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে, স্টেলথ প্রযুক্তি, সুপারক্রুজ ক্ষমতা, অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্রপাতি এবং অনন্য নেটওয়ার্ক সক্ষমতা। Lockheed Martin F-22 Raptor, Lockheed Martin F-35 Lightning II, Chengdu J-20, Sukhoi Su-57 প্রভৃতি পঞ্চম জেনারেশন বিমানের উদাহরণ।

ঢাকা/কাওসার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়