ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবনা মানবকল্যাণ ট্রাস্টের এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ৩০ নভেম্বর ২০২৪  
পাবনা মানবকল্যাণ ট্রাস্টের এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

শনিবার সকালে এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ মাহাতাব উদ্দিন বিশ্বাস

পাবনার সিংগায় অবস্থিত মানবকল্যাণ ট্রাস্টের চারতলা বিশিষ্ট এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে এ উপলক্ষে  ট্রাস্ট মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই টার্স পদ্ধতিতে কোরআন তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী আব্দুল্লাহ আল মারুফ।

ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অবসরপ্রাপ্ত অধ্যাপক আলহাজ মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ মাহাতাব উদ্দিন বিশ্বাস।

ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আবুল হোসেন বলেন, “এতিমখানার জন্য একটি বহুতল ভবন নির্মাণ করার ইচ্ছে ছিল দীর্ঘদিনের। বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরে, পরিচিত জন ও দেশ-বিদেশে থাকা শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে আসছিলাম ভবন নির্মাণের জন্য। আজ চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরে সত্যিই আনন্দিত।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ‍উপস্থিত ছিলেন- অস্ট্রেলিয়ার পার্থের কারটিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও এসডিজি বাংলাদেশ চ্যাপ্টারের ন্যাশনাল কো-অর্ডিনেটর ডক্টর মো. আমজাদ হোসেন, কুষ্টিয়া সরকারি মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. ইফতেখার মাহমুদ, চিকিৎসক ডা. আব্দুল বাতেন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম, ইছামতি কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক মো. সাবের আলী, গুলনাহার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শামীম আকতার শিলু, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম ও সাবেক ব্যাংকার কাজী ফরহাদ হোসেন।

ট্রাস্টের সার্বিক দিক তুলে ধরে স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও পাবনা কলেজের গণিতের সহকারী অধ্যাপক ডক্টর মো. আলমগীর হোসেন। 

ঢাকা/শাহীন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়