কেনা দামের চেয়ে দ্বিগুণ দামে আলু বীজ বিক্রি, জরিমানা
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আলুর বীজ ১২ হাজার টাকায় কিনে চাঁদপুর পৌরসভার বাবুরহাটে ২৪ হাজার টাকায় বিক্রির অভিযোগে মাহবুব বীজ ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩০ নভেম্বর) অভিযান চালিয়ে এই জরিমানা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আসাদুজ্জামান সরকার।
জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল।
নূর হোসেন রুবেল জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয় আজ বাজার তদারকি অভিযানে যায়। এসময় পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাবুরহাটে ১২ হাজার টাকার আলু বীজ ২৪ হাজার টাকায় বিক্রি করার অভিযোগের সত্যতা পায়। পরে অভিযুক্ত প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় শেফা ফার্মেসিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, মেয়াদোত্তীর্ণ কীটনাশক পাওয়ায় সবুজ বীজ ভান্ডারকে চার হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট তিনটি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঢাকা/অমরেশ/মাসুদ