ঢাকা     মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩১

এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় যুবক নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৫, ৩০ নভেম্বর ২০২৪  
এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় যুবক নিহত

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগরের হাসাড়ায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় ইমন ইবনে তালিব (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফাল্গুনী নামে একটি বাসের ধাক্কায় মারা যান ইমন ইবনে তালিব।

নিহত ইমন ইবনে তালিব পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর এলাকার মোতালেবের ছেলে।

আরো পড়ুন:

ওসি আব্দুল কাদের জিলানী বলেন, “নিহত ইমন ইবনে তালিব মুন্সীগঞ্জের মাওয়ায় বসবাস করতেন। ঢাকায় বোনের বাড়ি থেকে ফেরার পথে মাওয়াগামী ফাল্গুনী পরিবহন নামে একটি বাস তার মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘাতক বাসটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।”

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়