ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪২, ৪ ডিসেম্বর ২০২৪  
ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

প্রতীকী ছবি

ফরিদপুরের সদরপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার হাটকৃষ্ণপুর এলাকায় সংঘর্ষটি হয়।

আরো পড়ুন:

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) বলেন, “সংঘর্ষের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।”

এলাকাবাসী জানান, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ দুপুর ২টার দিকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাটকৃষ্ণপুর এলাকায় তিতাস ও বিল্লাল ফকিরের লোকজন সংঘর্ষ জড়ান। উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এদের মধ্যে দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ঢাকা/তামিম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়