ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে আ.লীগ নেতা ফারুক কারাগারে

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৭, ৫ ডিসেম্বর ২০২৪  
টাঙ্গাইলে আ.লীগ নেতা ফারুক কারাগারে

বদিউজ্জামান ফারুক

টাঙ্গাইল জেলা বঙ্গবন্ধু আওযামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ফারুককে বৃহস্পতিবার বিকেলে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। এর আগে বুধবার রাতে তাকে শহরের আকুরটাকুর পাড়ার বাসভবন থেকে পুলিশ গ্রেপ্তার করে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমদ জানান, গত ৪ আগস্ট শহরের আকুরটাকুর পাড়ার সিটি বাজার এলাকায় ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় দায়েরকৃত একটি মামলায় বদিউজ্জামান ফারুককে গ্রেপ্তার দেখানো হয়। জিজ্ঞাসাবাদ এর জন্য রিমান্ড চেয়ে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়।

আরো পড়ুন:

টাঙ্গাইলের আদালত পরিদর্শক মিজানুর রহমান জানান, শুনানি শেষে টাঙ্গাইল সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পশুপতি বিশ্বাস রিমাণ্ড আবেদন ও জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। তাকে কারা ফটকে দুই দিন জিজ্ঞাসাবাদের আদেশও দিয়েছেন আদালত।

বদিউজ্জামান ফারুকের ঘনিষ্ঠ সূত্র জানায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যাসহ একাধিক মামলায় আসামি হন বদিউজ্জামান ফারুক। তারপর থেকে আত্মগোপনে ছিলেন। উচ্চ আদালত থেকে ওইসব মামলায় চার সপ্তাহের অন্তর্বর্তী জামিন নিয়ে বুধবার তিনি টাঙ্গাইল ফিরেছিলেন। 
 

ঢাকা/কাওছার/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়