ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেকনাফে ১০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৭, ৫ ডিসেম্বর ২০২৪  
টেকনাফে ১০ হাজার ইয়াবা উদ্ধার

ইয়াবা

কক্সবাজারের টেকনাফ উপজেলায় মিয়ানমার সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবির সদস্যরা।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপির টহল দল কোনাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তি মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে একটি জারিকেন নিয়ে কোনাপাড়া কবরস্থানের দিকে আসছিল। বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করলে তিনি জারিকেনটি দ্রুত ফেলে পাশের গ্রামে পালিয়ে যায়। পরে ওই জারিকেন থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরো পড়ুন:

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ জানান, চোরাকারবারিকে সনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকদ্রব্য চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। 

ঢাকা/তারেকুর/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়