ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৫ আগস্টের পর আ.লীগ প্রাসঙ্গিক নয়: হাসনাত

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৬, ৭ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৯:১১, ৭ ডিসেম্বর ২০২৪
৫ আগস্টের পর আ.লীগ প্রাসঙ্গিক নয়: হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‍“জাতীয় পার্টি বলছে, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নাকি দেশের ৫০ ভাগ মানুষের প্রতিনিধিত্ব করে। ২৪ পরবর্তী বাংলাদেশে শহিদের রক্তের ওপর দাঁড়িয়ে তারা এই কথা বলার সাহস কীভাবে পায়। স্পষ্ট করে বলে দিতে চাই, ৫ আগস্টের পর বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা প্রাসঙ্গিক নয়।”

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার লাকসামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

আরো পড়ুন:

হাসনাত আবদুল্লাহ বলেন, “যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে, তাদেরকে বলতে চাই, আপনাদের আমাদের রক্তের ওপর দিয়ে গিয়ে এই ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে হবে। আমরা যতদিন বেঁচে আছি ততদিন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া এক ইঞ্চি মাটিও ফ্যাসিবাদের জন্য ছাড় দেওয়া হবে না।”

তিনি আরো বলেন, “শেখ হাসিনা ভারতে বসেও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।  আমাদেরকে সচেতন থাকতে হবে। যে কোনো মুহূর্তে ফ্যাসিবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে।” 

তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, “আমি বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলের নেতাদের বলবো, গণঅভ্যুত্থান অবশ্যই একটি সম্মানজনক বিষয়। এর ক্রেডিট আমরা সবাই যার যার জায়গা থেকে নেব। তবে, যে উদ্দেশ্যে এই গণঅভ্যুত্থান হয়েছিল, আমরা যেন সেটা ভুলে না যাই। সবাই ক্রেডিট নিয়ে ব্যস্ত, কিন্তু যে উদ্দেশ্যে গণ-অভ্যুত্থান হয়েছিল সেটা বাস্তবায়নে আমরা কতটা এগোতে পেরেছি এটা নিয়ে কেউ ভাবছেন না।”

সভায় আরো বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ, নুসরাত তাবাসসুম, তরিকুল ইসলাম, সিনথিয়া জাহিন আয়েশা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা আহ্বায়ক মুহাম্মদ সাকিব হোসাইন। সভায় লাকসাম ও মনোহরগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/রুবেল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়