ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জে বিস্ফোরণে উড়ে গেছে কিশোরের হাতের কবজি

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ৮ ডিসেম্বর ২০২৪  
মুন্সীগঞ্জে বিস্ফোরণে উড়ে গেছে কিশোরের হাতের কবজি

মুন্সীগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুরে ময়লা টোকাতে গিয়ে পড়ে থাকা বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে সজিব (১৩) নামে এক ছিন্নমূল কিশোর গুরুতর আহত হয়েছেন। আকস্মিক বিস্ফোরণে তার দুই হাতের কবজি ও শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

রবিবার (৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

আহত সজিব নারায়ণগঞ্জ সদরের পাইকপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার দুপুরের দিকে বাবা রাজু শেখ ও আরেক ভাইকে নিয়ে ময়লার ভাগাড়ে বোতল টোকাতে গেলে হঠাৎ বোমা সদৃশ ওই বস্তুর বিস্ফোরণ ঘটে। পরে ওই শিশুকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক। 

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুহুল আমিন জানান, বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে তলপেট, পা ও দুই হাত ক্ষতিগ্রস্ত হয়েছে ওই কিশোরের। 

ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সজিব দে।

ঢাকা/রতন/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়