ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে ১ দিনের বেশি বিজয় মেলা হবে না: ডিসি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩২, ১০ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৮:৩৩, ১০ ডিসেম্বর ২০২৪
চট্টগ্রামে ১ দিনের বেশি বিজয় মেলা হবে না: ডিসি

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখছেন জেলা প্রশাসক ফরিদা খানম

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শুধু একদিন ব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। তিনি বলেন,  ‘‘কোনোভাবেই এক দিনের বেশি বিজয় মেলা হবে না এবং আর কোনো মেলার অনুমতি দেওয়া হবে না।’’

ফরিদা খানম বলেছেন, ‘‘মহান বিজয় দিবস উপলক্ষে জেলার রাউজান উপজেলাসহ বিভিন্ন উপজেলায় বিজয় মেলা আয়োজন নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। দাঙ্গা-হাঙ্গামা করে মেলা করার প্রয়োজন নেই। বিজয় মেলা নিয়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হোক তা আমরা কখনও কামনা করি না।’’

জেলা প্রশাসক বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন শুধু তোপধ্বনি, স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন থাকবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। মাল্টিমিডিয়ার মাধ্যমে গত মাসের খাতওয়ারী অপরাধচিত্র তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক।

জেলা প্রশাসক বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, অনিবন্ধিত সিএনজি অটোরিকশা নিবন্ধের আওতায় নিয়ে আসা; রাস্তা দখল করে হাট-বাজার স্থাপন না করা; অবৈধ অস্ত্র উদ্ধার; খুন, ডাকাতি, চাঁদাবাজি, রাহাজানি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করা; রেল, নৌ ও সড়ক পথে মাদক পাচাররোধ; কিশোর গ্যাং নিয়ন্ত্রণ; যানজট এবং বন্য হাতির উপদ্রব থেকে জানমাল রক্ষায় সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় জেলা পুলিশ সুপার (এসপি) রায়হান উদ্দিন খান বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনী কাজ করছে। সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন উপজেলার খামার থেকে বেশ কিছু গরু চুরি হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে চাঁদপুর থেকে চোরাইকৃত ১৪টি গরু উদ্ধারসহ চোর চক্রের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, কোনো জিনিস চুরি-ডাকাতির পর মালামাল উদ্ধার ও আইন-শৃঙ্খলার অবনতি হলে অপরাধীদের গ্রেপ্তার করা পুলিশের দায়িত্ব। থানা পুলিশ আইনগত সাপোর্ট না দিলে, কারও সঙ্গে দুর্ব্যবহার কিংবা অসহযোগিতা করলে সরাসরি এসপিকে জানানোর আহ্বান জানান তিনি। 

বিজয় মেলা প্রসঙ্গে এসপি বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মেলা হবে একদিন। এর ব্যত্যয় ঘটবে না। মেলায় চাঁদাবাজি, মাদক, ইভটিজিং, জুয়া খেলা ও কোনো ধরনের অনৈতিক কার্যকলাপ করতে দেওয়া হবে না। মেলাকে ঘিরে কোনো ধরনের আইন-শৃঙ্খলার বিঘ্ন দেখা দিলে প্রয়োজনে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে ১৪৪ ধারা জারির করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

সভায় ডেঙ্গুর প্রকোপ প্রসঙ্গে জেলা সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. মোহাম্মদ নওশাদ খান বলেন, চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত নভেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে মারা গেছে ১৬ জন, তার মধ্যে ১৩ জন চট্টগ্রাম জেলার ও বাকি ৩ জন অন্যান্য জেলা থেকে এসে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গত জানুয়ারি থেকে চলতি ৯ ডিসেম্বর পর্যন্ত সময়ে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪ হাজার ১৩২ জন, মারা গেছে চট্টগ্রাম জেলার ২৩ জনসহ মোট ৪২ জন, তার মধ্যে পুরুষ ১৫ জন, নারী ২৩ জন ও শিশু ৪ জন। সচেতনতা সৃষ্টির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব বলে তিনি মতামত ব্যক্ত করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হকের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সামরিক গোয়েন্দা বিভাগ ডিজিএফআই’র উপ-পরিচালক কাজী রাজীব রুবায়েত, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র যুগ্ম পরিচালক শাহ সুফী নুর নবী, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট (উপ-পরিচালক) আবু সোলাইমান, কোস্টগার্ড প্রতিনিধি কর্ণেল আবরার প্রমুখ।

সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রতিনিধি ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। 
 

ঢাকা/রেজাউল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়