ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজস্থলীতে স্বাস্থ্য কমপ্লেক্সের ৪টি সেগুন গাছ উধাও

রাঙামাটি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ১০ ডিসেম্বর ২০২৪  
রাজস্থলীতে স্বাস্থ্য কমপ্লেক্সের ৪টি সেগুন গাছ উধাও

রাঙামাটির রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজস্ব জায়গা থেকে চারটি বড় সেগুন গাছ কেটে নিয়ে গেছে একটি চক্র। স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনা থেকে চারটি বড় গাছ কে বা কারা কেটে নিয়ে গেছে, তা কিছুই জানে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

স্থানীয়দের মতে, এই চারটি সেগুন গাছের দাম এক লাখ টাকারও বেশি। গাছ কেটে নিয়ে যাওয়ার পর গাছের চিহ্ন ধ্বংস করার জন্য গোড়ায় আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়।  

এই বিষয়ে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাজস্থলী সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তুহিনুল ইসলাম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের গাছ কাটার বিষয়ে তারা নিশ্চিত হয়েছেন।

তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানের গাছ কাটতে হলে সরকারি নিয়মকানুন মেনে কাটতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ গাছ কাটার জন্য বন কার্যালয় থেকে অনুমতিপত্র নেয়নি।

রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিবলী শফিউল্লাহ বলেন, ‘‘হাসপাতালের গাছ কর্তন করার বিষয়ে আমাকে কেউ অবগত করেনি। সাংবাদিকদের মাধ্যমে এ বিষয়টি জানতে পেরেছি। এক সপ্তাহের মধ্যে আমি একটি তদন্ত কমিটি গঠন করব এবং এই তদন্তের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবো।’’

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র বলেন, ‘‘গাছ কর্তনের বিষয়ে আমাকে এখনও কেউ অভিযোগ দেয়নি। তবে সরকারি প্রতিষ্ঠানের গাছ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্তন করার কারও এখতিয়ার নেই।’’

ঢাকা/শংকর/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়