ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জে ঘি তৈরির প্রতিষ্ঠানে জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ১০ ডিসেম্বর ২০২৪  
মুন্সীগঞ্জে ঘি তৈরির প্রতিষ্ঠানে জরিমানা

সদর উপজেলার মাকুহাটি বাজারে ঘি তৈরির প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়

মুন্সীগঞ্জের সদর উপজেলার মাকুহাটি বাজারে অভিযান চালিয়ে ঘি তৈরির প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টা হতে ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। 

আরো পড়ুন:

আসিফ আল আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাকুহাটি বাজারে সিথি ভাণ্ডার ঘি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘিয়ের মোড়কে উৎপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ ও এম আর পি পরিমাণ উল্লেখ না করায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

একই এলাকায় জেএমজে মোল্লা কোল্ড স্টোরেজে মনিটরিং করা হয়। এ সময় আলুর মজুদ ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের নিয়মিতভাবে বাজারে আলু সরবরাহ করার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর গাজী মোহাম্মদ আমিন ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি দল। 

ঢাকা/রতন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়