ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আগুন পোহাতে গিয়ে মৃত্যুর অভিযোগ

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৮, ১০ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২২:৪৯, ১০ ডিসেম্বর ২০২৪
আগুন পোহাতে গিয়ে মৃত্যুর অভিযোগ

চাঁদপুরের হাজীগঞ্জে শীতের সকালে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন মৃতের ভাই এসএম মিরাজ মুন্সীর স্ত্রী হাছিনা বেগম।

আরো পড়ুন:

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, “এ বিষয়ে আমরা কিছু জানি না।”

মারা যাওয়া নারীর নাম নাজমুন্নাহার (৫০)। তিনি পৌরসভার রান্ধুনীমুড়া মুন্সী বাড়ির বাসিন্দা।

হাছিনা বেগম বলেন, “নাজমুন্নাহার সবসময় বাসাতেই থাকেন। গত রবিবার ভোরে তিনি বাসার বাইরে আগুন পোহাতে যান। এসময় অসাবধানতাবশত তার শরীরে আগুন লাগে। চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখান থেকে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন ছিলেন। আজ (মঙ্গলবার) সকালে নাজমুন্নাহার মারা যান।”

ঢাকা/অমরেশ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়