ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে ৯০ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ১২ ডিসেম্বর ২০২৪  
হবিগঞ্জে ৯০ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ

হবিগঞ্জ জেলার মাধবপুরে কাভার্ডভ্যান ভর্তি ৯০ লাখ টাকার ভারতীয় প্রসাধনী পণ্য জব্দ করেছে বিজিবি। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমদাদুল বারী খান। এর আগে বুধবার দিবাগত রাতে জেলার মাধবপুর উপজেলার জগদীশপুরে ঢাকা-সিলেট মহাসড়কে থেকে এসব পণ্য জব্দ করা হয়।

লে. কর্নেল ইমদাদুল বারী খান জানান, বুধবার দিবাগত রাতে ৫৫ বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জগদীশপুর এলাকায় অভিযান চালায়। এ সময় টহলদল মালামাল বোঝাই সন্দেহভাজন একটি কাভার্ডভ্যানকে থামার সিগন্যাল দেয়। কিন্তু টহল দলের উপস্থিতি টের পেয়ে চালক গাড়িটি মহাসড়কে রেখে পালিয়ে যায়। 

পরে বিজিবি সদস্যরা কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে পাচার করা ভারতীয় পণ্য জব্দ করে। আটককৃত মালামাল জেলা কাষ্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

ঢাকা/মামুন/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়