ঢাকা     সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৯ ১৪৩১

ঝালকাঠিতে জেঁকে বসেছে তীব্র শীত, বিপর্যস্ত জনজীবন

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৪, ১৩ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১১:৪৬, ১৩ ডিসেম্বর ২০২৪
ঝালকাঠিতে জেঁকে বসেছে তীব্র শীত, বিপর্যস্ত জনজীবন

দক্ষিণের জনপদ ঝালকাঠিতে জেঁকে বসেছে তীব্র শীত। কনকনে ঠাণ্ডায় বয়ে চলা হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শরীরে পরতের পর পরত ভারী পোশাক জড়িয়েও শীতে কাবু হয়ে পড়ছেন মানুষজন।

বরিশাল আবহাওয়া অধিদফতর জানায়, বরিশালে আজ ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কয়েক বছরের মধ্যে বরিশালে এবারই সবচেয়ে বেশি শীত পড়ছে। আরো কিছুদিন এই শীত থাকবে।

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা কমছে না। তাই নিম্ন আয়ের মানুষেরা চরম ভোগান্তিতে পরেছেন। 

গ্রামাঞ্চলের জনজীবনও হারিয়েছে তার স্বাভাবিক গতি। তবে খেটে খাওয়া মানুষেরা কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে ছুটছেন কর্ম ও রুটি-রুজির তাগিদে। 

এসময় কথা হয় ট্রলার চালক লুৎফর রহমানের সাথে। তিনি বলেন, “শীত আর বর্ষা বলতে কোনো কথা নেই। চারজনের সংসারে একমাত্র উপার্জনকারী ব্যক্তি হিসেবে প্রতিদিন কাজের সন্ধানে নামতে হয়। বিগত বছরগুলোর তুলনায় এবার শীত বেশি। বাধ্য হয়ে কাজে নেমেছি। মনে হয় শরীর বরফ হয়ে গেছে।”

স্থানীয় রিকশা শ্রমিক আল-আমিন বলেন, “সকাল ৭টায় রিকশা লইয়া বের হয়ছি, ১০টায়ও কোনো ট্রিপ পাইনাই। শীতে আমরা খুব কষ্টে আছি।”

এদিকে ঠাণ্ডাজনিত নানান রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। বিশেষ করে নিউমোনিয়া, হাঁচি-কাশি, সর্দি-জ্বরের প্রকোপ বেড়েছে। রোগে আক্রান্তদের মধ্যে সিংহভাগই শিশু ও বৃদ্ধ। 

শিশুদের যাতে ঠাণ্ডা না লাগে সেজন্য সর্বদা গরম পোশাক পরিধান করানোর পাশাপাশি ঠাণ্ডাজনিত যে কোনো রোগে আক্রান্ত হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

ঢাকা/অলোক/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়