ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ১৪ ডিসেম্বর ২০২৪  
হবিগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। শুক্রবার (১৩ ডিসেম্বর) আটক মালামাল জেলা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়।

এর আগে, বৃহস্পতিবার ঢাকা-সিলেট মহাসড়কে বাহুবল উপজেলার পুটিজুরি এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।

জব্দ মালামালের মধ্যে রয়েছে, ১৪ হাজার ১৯২ পিস কিটক্যাট চকলেট, বিভিন্ন প্রকার ক্রিম ও অয়েন্টমেন্ট ৪১ হাজার ৭২৭ পিস, বিভিন্ন ধরনের ট্যাবলেট ৯ লাখ ৭২ হাজার পিস, ভিকস্ কফ ড্রপস লজেন্স এক হাজার ৪৭৬ প্যাকেট, স্যুটের কাপড় এক হাজার ১১৫ মিটার, বিভিন্ন প্রকার জর্জেট কাপড় ছয় হাজার ৩৮৯ মিটার, বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী পাঁচ হাজার ৯৯০ পিস। জব্দকৃত মালামালের মূল্য ২ কোটি ৮১ লাখ ৮০ হাজার ১৬০ টাকা।

হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ইমদাদুল বারী খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা/মামুন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়