ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভৈরবে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার ৫ জন নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ১৬ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৩:৩৬, ১৬ ডিসেম্বর ২০২৪
ভৈরবে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার ৫ জন নিহত

কি‌শোরগ‌ঞ্জের ভৈরবে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশায় ৫ জন নিহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জগন্নাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় মিলেছে। তারা হলেন- অটোরিকশাচালক শাহিন ও যাত্রী রাজন। তাদের বাড়ি নরসিংদীর পিরিজকান্দি। বাকি তিন জন নারী। তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আরো পড়ুন:

পুলিশ জানায়, নরসিংদীর নীলকুঠি থেকে দুটি কাভার্ডভ্যান ভৈরবের উদ্দেশে যাচ্ছিল। এ সময় অটোরিকশাটিও ভৈরবের দিকে যাচ্ছিল। পথে একটি কাভার্ডভ্যান ওভারটেক করতে গিয়ে পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি সামনে থাকা কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীন বলেন, ‘‘নিহতদের মধ্যে দুজনের পরিচয় মিলেছে। বাকিদের পরিচয় শনাক্ত এবং কাভার্ডভ্যানের চালককে আটকের চেষ্টা চলছে।’’

ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজু মিয়া বলেন, ‘‘দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানের চালক পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশা ও দুটি কাভার্ডভ্যান জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে গেছে। এ ঘটনায় নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/রুম্মন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়