ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্মৃতিসৌধে আওয়ামী লীগের শ্রদ্ধা, পকেটে ছিল দলের স্টিকার

ঢাকা (সাভার) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৯, ১৬ ডিসেম্বর ২০২৪  
স্মৃতিসৌধে আওয়ামী লীগের শ্রদ্ধা, পকেটে ছিল দলের স্টিকার

ঢাকার সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবীবের নেতৃত্বে এতে অংশ নেন ও ধামরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজসহ ২০-২৫ জন নেতাকর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে ধামরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান হাবীবের নেতৃত্বে ধামরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী খণ্ড খণ্ডভাবে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন। এ সসয় তাদের হাতে শ্রদ্ধার্ঘ্য ছিল। কিন্তু কার পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য এমন কিছু লেখা ছিল না। তারা বেদির সামনে গিয়ে হাতে করে নিয়ে আসা শ্রদ্ধার্ঘে বাংলাদেশ আওয়ামী লীগ লেখা একটি স্টিকার পকেট থেকে বের লাগিয়ে নেয়। পরে শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা বাংলাদেশ আওয়ামী লীগ লেখা স্টিকারটি তুলে নিয়ে যান।

এ সময় ধামরাই ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

সাব্বির/এনএইচ 

সর্বশেষ

পাঠকপ্রিয়