ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যা মামলার আসামি টিপু রিমান্ডে

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫০, ১৮ ডিসেম্বর ২০২৪  
মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যা মামলার আসামি টিপু রিমান্ডে

আসামি টিপু মোল্লা নিহত আবু ইলিয়াস শান্ত সরকারের স্পিডবোটের চালক ছিলেন

মুন্সীগঞ্জে সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত সরকার (৩৬) হত্যা মামলার প্রধান আসামি টিপু মোল্লার (৪৫) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরের দিকে পুলিশের ১০ দিনের আবেদনের প্রেক্ষিতে আমলি আদালত ১-এর বিচারক জুলফিকার হোসাইন রনি আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

আরো পড়ুন:

এর আগে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা থেকে টিপু মোল্লা গ্রেপ্তার হন। 

আসামি টিপু মোল্লা মুন্সীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মোল্লারচর গ্রামের মহিউদ্দিন মোল্লার ছেলে। তিনি নিহত আবু ইলিয়াস শান্ত সরকারের স্পিডবোটের চালক ছিলেন। 

মামলা সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের কালিরচর সংলগ্ন মেঘনা নদীতে শান্ত সরকারের রহস্যজনক মৃত্যু হয়। ঘটনায় পর থেকে শান্তর স্পিডবোটের চালক টিপু পলাতক ছিলেন। ঘটনার পাঁচদিন পর নিহতের ভাই মামুন সরকার বাদী হয়ে টিপুকে প্রধান আসামি করে এজাহার নামিও আটজন ও নাম না জানা সাতজনের বিরুদ্ধে মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তি ও র‌্যাবের সহায়তায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা থেকে টিপুকে গ্রেপ্তার করা হয়। রাত সাড়ে ১২ টা দিকে মুন্সীগঞ্জ সদর থানায় আনা হয় তাকে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা সাদ্দাম মোল্লা বলেন, “র‌্যাব ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে (টিপু) দাউদকান্দি থেকে গ্রেপ্তার করা হয়। এ মামলার বাকি আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত থাকায় তাদের গ্রেপ্তার করা যায়নি। আশা করা হচ্ছে, টিপুর কাছ থেকে শান্ত হত্যা মামলার বিষয় অনেক গুরুত্বপূর্ণ তথ্য বের হবে।”

কোট পুলিশের সাব ইন্সপেক্টর সাফায়েত হোসেন জানান, ১০ দিনের রিমান্ডের আবেদনসহ আসামি টিপু মোল্লাকে আদালতে আনা হয়েছিল। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা/রতন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়