ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৫, ২১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২২:১৬, ২১ ডিসেম্বর ২০২৪
গাজীপুরে বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে এক বাড়িতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শামসুন্নাহারের (৩৫) মৃত্যু হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি। মৃত্যুর বিয়য়টি নিশ্চিত করে নিহতের চাচা নইমুদ্দিন ফকির।

এদিকে ওই ঘটনায় দগ্ধ হয়ে শামসুন্নাহারের ছেলে সানোয়ার হোসেন (১৬) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। 

আরো পড়ুন:

আরো পড়ুন: গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-ছেলে দগ্ধ

শামসুন্নাহারের চাচা নইমুদ্দিন ফকির বলেন, মৃত্যুর পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ গ্রামের বাড়িতে আনার চেষ্টা চলছে। নিহতের ছেলের অবস্থাও আশঙ্কাজনক। তার চিকিৎসা চলছে।

এর আগে, বাসার কেয়ার টেকারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছিল, প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিষয়টি জানা গেছে। তবে নিশ্চিত হওয়া যায়নি।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহমুদুল হাসান জানান, বাড়িটি তালাবদ্ধ ছিল। ভেতরে কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিস্ফোরণটি মারাত্মক ছিল। দোতলার জানালার থাই গ্লাস ভেঙে নিচে পড়েছে।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজ সকালে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের ওই বাড়িতে বিস্ফোরণ ঘটে। ভবনের দ্বিতীয় তলায় বিস্ফোরণে জানালার গ্লাস ভেঙে নিচে পড়ে এবং দরজা ছিটকে পড়ে যায়। মারা যাওয়া শামসুন্নাহার ও তার দগ্ধ ছেলে সানোয়ার হোসেন শ্রীপুর পৌর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আবুল হাসেম প্রধানের স্ত্রী ও ছেলে। 

ঢাকা/রফিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়