ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনার সাবেক এমপি সালাম মুর্শেদীকে কারাগারে প্রেরণ 

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪২, ২২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৮:৪৯, ২২ ডিসেম্বর ২০২৪
খুলনার সাবেক এমপি সালাম মুর্শেদীকে কারাগারে প্রেরণ 

রবিবার খুলনা -৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে আদালতে আনা হয়

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার (২২ ডিসেম্বর) হত্যাসহ চার মামলায় খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক তাকিয়া সুলতানা ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. আলতাফ মাহমুদ এ নির্দেশ দেন।

আরো পড়ুন:

বিষয়টি নিশ্চিত করেন জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তৌহিদুর রহমান চৌধুরী তুষার ও মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শহীদুল আলম।

এদিকে, সাবেক এই সংসদ সদস্যকে এক নজর দেখতে উৎসুক জনতা আদালত প্রাঙ্গণে ভিড় করেন। এসময় তাকে লক্ষ্য করে তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দেন। তাদের সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়।

আদালত সূত্র জানায়, ২০২২ সালের ২২ অক্টোবর সকাল সাড়ে ৯ টার দিকে ফুলতলা থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাজী আনোয়ার হোসেন বাবুর নেতৃত্বে প্রায় ২ হাজার নেতাকর্মী খুলনা মহানগরীর ডাকবাংলো মোড়ে দলের বিভাগীয় সমাবেশে যোগ দিতে নদী পথে ট্রলারযোগে রওনা হয়। তাদের কিছু নেতাকর্মী চন্দনীমহল (কাটাবন) ঘাটে অবস্থান করছে- এমন সংবাদ পান বিএনপির ওই নেতা। সকাল সাড়ে ১১ টার দিকে ট্রলার চন্দনীমহল (কাটাবন) ঘাটে পৌঁছায়। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে স্থানীয়রা হামলায় আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

এ ঘটনায় ২০২৪ সালের ৪ অক্টোবর আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য শেখ হেলালউদ্দিন ও আব্দুস সালাম মুর্শেদীসহ ২১৪ জনের বিরুদ্ধে দিঘলিয়া থানায় মামলা  হয়। খুলনা-৪ আসনের সাবেক সংসদ সালাম মুশের্দী মামলার ৯ নম্বর আসামি।

মামলার বাদী বিএনপি নেতা কাজী আনোয়ার হোসেন বাবু মোবাইল ফোনে বলেন, সেদিন আমরা শান্তিপূর্ণ সমাবেশে যোগ দেওয়ার জন্য ট্রলারযোগে খুলনায় যাচ্ছিলাম। সেসময় আসামিরা আমাদের ট্রলারে উঠে আমাদের ওপর অমানবিক অত্যাচার করে। আমাদের লক্ষ্য করে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে। ইচ্ছামতো মারধর করে। আমাদের লক্ষ্য করে গুলি করতে থাকে। আমাদের অনেক নেতাকর্মী তাদের হামলা থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দেন। অনেককে মারধর করে নদীতে ফেলে দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ১ অক্টোবর রাতে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করে র‌্যাব।

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়