ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে ৫ ব্যবসায়ীকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ২৪ ডিসেম্বর ২০২৪  
টাঙ্গাইলে ৫ ব্যবসায়ীকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলে অবৈধ কসমেটিক মজুত ও বিক্রির অপরাধে পাঁচ ব্যবসায়ীকে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে শহরের ক্যাপসুল মার্কেটে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত ও মো. মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

আরো পড়ুন:

এসময় গাজীপুর বিএসটিআই এর ফিল্ড অফিসার মো. রিয়াজুল মোল্লাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঢাকার চক বাজার থেকে নিম্নমানের সাবান, তেল, স্নো, ক্রিমসহ বিভিন্ন প্রসাধনী বেশি দামে বিক্রি করে ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছিলেন কয়েজন ব্যবসায়ী।  

ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত জানান, শহরের ক্যাপসুল মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় মদীনা স্টোরের মালিক মামুনুর রহমান, বিনিময় স্টোরের মালিক জয়দেব সাহা, অপূর্ব কসমেটিকসের মালিক শামীম খান, নাবিলা স্টোরের মালিক নাসির মিয়া ও অপরূপার মালিক সুনীল কুমাার পালের দোকানে অবৈধ কসমেটিক মজুত ও বিক্রির অপরাধে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী তাদের অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও বিপুল পরিমাণ স্নো, ক্রিম ও তেলসহ বিভিন্ন প্রসাধনী বিনষ্ট করা হয়।

ঢাকা/কাওছার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়