ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাতে ফোন পেয়ে বের হন বাবু, সকালে মিলল মরদেহ

পাবনা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ২৬ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৩:৩২, ২৬ ডিসেম্বর ২০২৪
রাতে ফোন পেয়ে বের হন বাবু, সকালে মিলল মরদেহ

পাবনার সাঁথিয়া উপজেলার বারোয়ানি এলাকা থেকে সকালে বাবুর মরদেহ উদ্ধারের সময় উৎসুক মানুষের ভিড়। স্বজনদের আহাজারি।

পাবনার সাঁথিয়ায় রাতে বাড়ি থেকে হয়ে যাওয়ার পর সকালে বাবু হোসেন (৩৮) নামে এক নছিমন চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার বারোআনি ক্যানেলের পাশে পেঁয়াজের খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত বাবু উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ডহরজানি গ্রামের শহিদুর রহমানের ছেলে। পেশায় তিনি একজন শ্যালোইঞ্জিন চালিত নছিমন চালক। 

নিহতের স্ত্রীর বরাত দিয়ে বাবুর ছোট ভাই মনিরুল ইসলাম বলেন, “বুধবার দিবাগত রাত ১১টার দিকে আরেক নছিমন চালক আব্দুল ওহাব ফকির মোবাইল ফোনে বাবুকে ডেকে নিয়ে যায়। তারপর রাতে আর তিনি বাড়ি ফেরেননি।”

সকালে বারোয়ানি ক্যানেলের পাশে পেঁয়াজের জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। 

নিহতের চাচাতো ভাই অনিক হাসান বলেন, “রাতে বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি ভাবিকে বলে গেছেন ওহাব ফকির তাকে ডেকেছেন, সেখানে যাচ্ছেন। তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু তিনি আর ফেরেননি। সকালে তার মরদেহ পাওয়া গেলে। আমাদের ধারণা তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এবং ঘটনার সাথে ওহাব ফকির জড়িত থাকতে পারে। কারণ ঘটনার পর থেকে ওহাব ফকির পলাতক। তাকে কোথাও পাওয়া যাচ্ছে না।”

এদিকে এ ঘটনায় ওহাব ফকির পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, “কিভাবে বা কি কারণে তার মৃত্যু হয়েছে সেটি এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর বোঝা যাবে তার মৃত্যুর কারণ। মৃত্যুর কারণ ও এর সাথে কারা জড়িত থাকতে পারে তা নিয়ে তদন্ত চলছে। পরে বিস্তারিত বলা সম্ভব হবে।”

ঢাকা/শাহীন/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়