ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় জিরা-কসমেটিকস জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ২৭ ডিসেম্বর ২০২৪  
হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় জিরা-কসমেটিকস জব্দ

জব্দকৃত মালামাল

হবিগঞ্জ জেলার মাধবপুরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা ও কসমেটিকস জব্দ করা হয়েছে। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে বিজিবি ৫৫ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এবিএম শাহরিয়ার সুমন এ তথ্য জানান।

মেজর এবিএম শাহরিয়ার সুমন জানান, এর আগে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) একটি টহলদল জেলার মাধবপুর উপজেলার সীমান্ত পিলার ১৯৮৩-এম থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জগদীশপুর নামক স্থানের ঢাকা-সিলেট মহাসড়কে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। 

এসময় মালামাল বোঝাই একটি ট্রাক টহল দলের কাছে পৌঁছলে ট্রাকটি থামার জন্য সিগন্যাল দেয়। টহলদলের উপস্থিতি টের পেয়ে চালক ট্রাকটি রেখে দ্রুত পালিয়ে যায়। পরে ট্রাকটি আটক করে তল্লাশি চালিয়ে ভারতীয় জিরা ২ হাজার ৩২৫ কেজি ও বিভিন্ন প্রকার উন্নত মানের কসমেটিকস ৪৮ হাজার ৯০২ পিস জব্দ করা হয়। 

জব্দকৃত মালামালের মূল্য ১ কোটি ১৪ লাখ ৪০ হাজার ১০০ টাকা বলে জানান মেজর শাহরিয়ার।

ঢাকা/মামুন/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়