ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যশোরে সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

যশোর (অভয়নগর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ২৯ ডিসেম্বর ২০২৪   আপডেট: ০৮:৪০, ২৯ ডিসেম্বর ২০২৪
যশোরে সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

জিয়াউদ্দিন পলাশ। ফাইল ফটো

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে নওয়াপাড়া আয়কর অফিসের পেছনের একটি পরিত্যক্ত ঘরে এ ঘটনা ঘটে। জিয়াউদ্দিন পলাশ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা পলাশকে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমাদুল করিম বলেন, ‘‘জিয়াউদ্দিন পলাশ নামের এক জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’’

উল্লেখ্য, প্রায় দুই যুগ আগে জিয়াউদ্দিন পলাশের বাবা ইব্রাহিম হোসেন সরদার দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছিলেন।

ঢাকা/প্রিয়ব্রত/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়