ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নড়াইলে হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ২ জানুয়ারি ২০২৫  
নড়াইলে হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন

নড়াইলের নড়াগাতী থানায় দায়ের হওয়া রুকু শেখ হত্যা মামলায় কুদ্দুস ফকির (৫০) নামের এক জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শাজাহান আলী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত কুদ্দুস ফকির নড়াগাতী থানার চৌরখালী দক্ষিণপাড়া গ্রামের মৃত পরান ফকিরের ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর আগে রুকু শেখের বোন চায়না বেগমের সঙ্গে বিয়ে হয় কুদ্দুস ফকিরের। বিয়ের পর থেকে চায়না বেগমকে নির্যাতন করতেন কুদ্দুস ফকির। এর জেরে ২০১৮ সালে বাবার বাড়িতে চলে আসেন চায়না।

২০২১ সালের ৩ ডিসেম্বর রুকু শেখের কাছে চায়না বেগমকে ফেরত পাঠানোর কথা বলেন কুদ্দুস ফকির। এ সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কুদ্দুস ফকির লোহার শাবল দিয়ে রুকু শেখের মাথায় আঘাত করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী মানোয়ারা বেগম বাদী হয়ে নড়াগাতী থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা/শরিফুল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়