ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিরল প্রজাতির সোনালি ঈগল উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২১, ৮ জানুয়ারি ২০২৫  
বিরল প্রজাতির সোনালি ঈগল উদ্ধার

উদ্ধারকৃত ঈগল

হবিগঞ্জ জেলা শহরের শায়েস্তানগর এলাকা থেকে বিরল প্রজাতির অসুস্থ সোনালি ঈগল পাখি উদ্ধার করা হয়েছে। 

স্থানীয় সাংবাদিক মো. নূরুল হক কবির জানান, বুধবার (৮ জানুয়ারি) দুপুরে তার বাসার পাশে অসুস্থ অবস্থায় ঈগল পাখিটি পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। পরে পাখিটি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে খবর দেন। তারা এসে পাখিটি নিয়ে গেছে।

আরো পড়ুন:

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জের রেঞ্জ কর্মকর্তা সাবরিনা সাঈদা শিমু জানান, সোনালি ঈগল বিরল পাখি। এটির বয়স এক থেকে দেড় বছর হবে। প্রাথমিক পর্যায়ে এটিকে অসুস্থ মনে হচ্ছে। পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে সুস্থ করে অবমুক্ত করা হবে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল জানান, সোনালি ঈগল বিরল ও বিপন্ন প্রজাতির পাখি। শিকারি পাখি হিসেবে এর খ্যাতি রয়েছে। আবাস ও খাদ্য সংকটের কারণে এই প্রজাতির পাখি হারিয়ে যেতে বসেছে। তবে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পাখির ভূমিকা অনন্য। পাখিগুলো সংরক্ষণ ও টিকিয়ে রাখা সবার দায়িত্ব।
 

ঢাকা/মামুন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়