ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ৯ জানুয়ারি ২০২৫  
খুলনায় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

খুলনা মহানগরীতে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং গ্রুপের ৩ জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (৮ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে সদর থানার শেরে বাংলা রোডের হিমু লেনের ভেতর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

পরে বিকেলে কেএমপির এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. কুতুব উদ্দিন জানান, খুলনা সদর থানা পুলিশের একটি টিম ৮ জানুয়ারি ভোর সাড়ে ৫টায় নগরীর শেরে বাংলা রোডস্থ পুরাতন নির্বাচন অফিসের বিপরীতে হিমু লেন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- যশোরের কেশবপুর কাঁঠালতলা এলাকার সফিন দফাদারের ছেলে ও খুলনা মহানগরীর ত্রাস কিশোর গ্যাংয়ের সজল দফাদার (২২), সোনাডাঙ্গা বসুপাড়া মেইন রোড এলাকার জনি হাওলাদারের ছেলে সাব্বির হাওলাদার (১৯) ও নগরীর বাগমারা ২নং ব্যাংকার্স গলি এলাকার মো. সেলিম শেখের ছেলে আকাশ শেখ (১৯)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী আরো ৭-৮ জন দৌড়ে পালিয়ে যায়। তাদের কাছ থেকে কভারসহ একটি গুপ্তি, একটি ডাবল সুইচ গিয়ার ছুরি, একটি বাটযুক্ত ধারালো ছুরি এবং একটি লাল টেপ দিয়ে মোড়ানো লোহার রড উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সাব্বির হাওলাদার লবণচরা এবং হরিণটানা থানার ২টি হত্যা মামলার আসামি।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. কুতুব উদ্দিন বলেন, “গ্রেপ্তারকৃতরা খুলনা মহানগরী এলাকায় দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং গ্রুপের নেতৃত্ব দিয়ে আসছিলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন জায়গায় অপরাধজনক ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।”

ঢাকা/নুরুজ্জামান/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়