ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মারধর করে ডেপুটি পোস্টমাস্টার জেনারেলকে অপহরণের চেষ্টা

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ৯ জানুয়ারি ২০২৫  
মারধর করে ডেপুটি পোস্টমাস্টার জেনারেলকে অপহরণের চেষ্টা

ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল রুহুল আমিন। ফাইল ছবি

পাবনার ডেপুটি পোস্টমাস্টার জেনারেল রুহুল আমিনকে মারপিট করে অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মধ্য শহরের স্কয়ার সড়কের চারমাথা মোড়ে এ ঘটনা ঘটে। 

হামলার শিকার পাবনা ডেপুটি পোস্টমাস্টার জেনারেল রুহুল আমিন বলেন, “দাপ্তরিক কাজ শেষে অফিসের গাড়ি প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যায় বাসার পথে স্কয়ার সড়কের কিমিয়া মোড়ে নামিয়ে দেয়। গাড়ি থেকে নামা মাত্রই ৭-৮ জনের সন্ত্রাসী দল আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে কিল ঘুষি ও মারপিট শুরু করে। একপর্যায়ে সন্ত্রাসীরা আমাকে মারতে মারতে আব্দুল হামিদ সড়কের ডাচ বাংলা ব্যাংকের সামনে নিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আমার চিৎকারে আশ-পাশের লোকজন আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।” 

রুহুল আমিন আরো বলেন, “আমি পাবনায় নতুন যোগদান করেছি। এখানে আমার কারো সাথে দ্বন্দ্ব নেই, কখনো কথা কাটাকাটিও হয়নি। কেন আমার ওপর হামলা হলো তার কিছুই বুঝতে পারছি না। হামলাকারীরা আমার পরিচিতও নয়। আমি খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে পাবনা সদর থানায় অভিযোগ করা হয়েছে।” 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সেখানে সিসিটিভি না থাকায় কাউকে শনাক্ত করা যায়নি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের সনাক্ত করে খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।”

ঢাকা/শাহীন/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়