ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশালে যুবলীগ নেতার পায়ের রগ কাটল দুর্বৃত্তরা

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩০, ১০ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৯:০২, ১০ জানুয়ারি ২০২৫
বরিশালে যুবলীগ নেতার পায়ের রগ কাটল দুর্বৃত্তরা

শাহরিয়ার সাচিব রাজীব

বরিশাল মহানগরের ২১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার সাচিব রাজীবের পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে নগরীর গোরস্থান রোড এলাকায় ঘটনাটি ঘটে। তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আরো পড়ুন:

আহত রাজীব সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ ফারুক শামীমের অনুসারী। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, “রাজীব গতকাল বৃহস্পতিবার রাতে বাজার নিয়ে বাসায় ফিরছিলেন। এসময় পেছন থেকে অস্ত্রধারী দুই যুবক এসে তাকে কুপিয়ে জখম করে। হামলাকারীরা রাজীবের পায়ের রগ কেটে দেয়।” 

আহত রাজীবের বোন শাহীনা আজমিন বলেন, “স্থানীয় বাচ্চু নামে এক ব্যক্তির সঙ্গে তার ভাইয়ের বিভিন্ন বিষয়ে বিরোধ রয়েছে। এরই জেরে বাচ্চু ও নাম না জানা আরো একজন আমার ভাইকে কুপিয়ে জখম করে। হামলায় ভাইয়ের হাতের আঙুল ও পায়ের রগ কেটে গেছে। তার অবস্থা আশঙ্কাজন।”

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, “সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে রাজীবকে ধাওয়া করে। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রাজীবের দুই পা-হাত ও বুক কুপিয়ে জখম করেছে হামলাকারীরা।”

ঢাকা/পলাশ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়