ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গরু চুরিতে অভিযুক্ত বিএনপি নেতাকে অব্যাহতি

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩০, ১১ জানুয়ারি ২০২৫   আপডেট: ২০:৩১, ১১ জানুয়ারি ২০২৫
গরু চুরিতে অভিযুক্ত বিএনপি নেতাকে অব্যাহতি

অভিযুক্ত আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী

জামালপুরের মাদারগঞ্জে গরু চুরি করে ভোজের আয়োজন করার ঘটনায় অভিযুক্ত আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি।

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুন কাদের বাবুল খান স্বাক্ষরিত পত্র থেকে বিষয়টি জানা গেছে।

আরো পড়ুন:

আরো পড়ুন: বিএনপি নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ, গ্রেপ্তার ২

অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়, “দলীয় ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ন করার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনাকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে জেলা বিএনপির সম্মতিক্রমে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হল। একইসঙ্গে কেন আপনাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এই মর্মে আপনার বক্তব্য আগামী সাত কার্যদিবসের মধ্যে নিম্ম স্বাক্ষরকারীর (উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান) কাছ উপস্থাপনের জন্য নির্দেশ প্রদান করা হইল।”

আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা বলেন, “আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি। আমাকে চক্রান্ত করে এতে ফাঁসানো হয়েছে। আমি এর প্রমাণ দিয়েই অব্যাহতি থেকে মুক্তি নেব।”

উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান বলেন, “দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা ভঙের কারণে তাকে (মাহমুদুল হাসান মুক্তা) দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, গরু চুরি করে ভোজের আয়োজন করার অভিযোগে বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তা, সুমনসহ ১২ জনের নাম উল্লেখ করে ও নাম না জানা আরও ৭-৮ জনকে আসামি করে মাদারগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন চুরি যাওয়া গরুর মালিক এফাজ মন্ডল।

ঢাকা/শোভন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়