ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেরপুরে চালকলে টাস্কফোর্সের অভিযান, জরিমানা

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০১, ১২ জানুয়ারি ২০২৫  
শেরপুরে চালকলে টাস্কফোর্সের অভিযান, জরিমানা

টাস্কফোর্সের অভিযান

অস্থিতিশীল চালের বাজার নিয়ন্ত্রণে আনতে শেরপুরে চালকলে বাজার মনিটরিং টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) দুপুরে শহরের বটতলা এলাকায় চালের পাইকারি আড়ত ও নৌহাটা এবং ঢাকলহাটি এলাকার কয়েকটি চালকলে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ চাল মজুদের অভিযোগে শহরের নৌহাটা এলাকার শ্রী দুর্গা অটোরাইস মিল মালিক রঞ্জিত পোদ্দারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুর রহমান বলেন, অবৈধ চাল মজুদের অভিযোগে ভোক্তা অধিকার আইনের ৪২ ধারায় জরিমানা করা হয়েছে। বাকিদের সতর্ক করা হয়েছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত নজরদারি করা হবে।

আরো পড়ুন:

জেলা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুর রহমানের নেতৃত্বে এ অভিযানে টাস্কফোর্স কমিটির সদস্য ক্যাব সম্পাদক হাকিম বাবুল, জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরের খাদ্য পরিদর্শক মাহবুবুর রাহমান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরের খাদ্য পরিদর্শক মো. সাইফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। 

শেরপুর সদর থানা পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করে।

ঢাকা/তারিকুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়