ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষ, আনন্দ মোহন কলেজ বন্ধ ঘোষণা

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৩, ১৩ জানুয়ারি ২০২৫   আপডেট: ০৯:০১, ১৩ জানুয়ারি ২০২৫
শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষ, আনন্দ মোহন কলেজ বন্ধ ঘোষণা

ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে আবাসিক হলের সিট নবায়নকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষের পর কলেজ ও হল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রবিবার (১২ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ।

তিনি বলেন, ‘‘চলমান পরিস্থিতি স্থিতিশীল করতে আগামী তিন দিন কলেজের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য হলও বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবারের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশনা দেওয়া হয়েছে।’’

এর আগে, রবিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ময়মনসিংহের আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজে হলের সিট নবায়নকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঢাকা/মিলন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়