ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জের সাবেক কাউন্সিলর যুবলীগ সভাপতি মতি গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ১৩ জানুয়ারি ২০২৫  
নারায়ণগঞ্জের সাবেক কাউন্সিলর যুবলীগ সভাপতি মতি গ্রেপ্তার 

মতিউর রহমান মতি এবং তার ছেলে বাবুই

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নাম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি এবং তার ছেলে বাবুইকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

১৩ জানুয়ারি ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক এ তথ্য নিশ্চিত করেন।

মতিউর রহমান মতি সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি। তিনি শামীম ওসমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ৫ আগস্টের পর তিনি নারায়ণগঞ্জ ছাড়েন। 

উল্লেখ্য, এর আগে একটি দুর্নীতি মামলায় কারাভোগ করেন মতি। তার বিরুদ্ধে ৬ কোটি ১ লাখ ৭২ হাজার ২৬৫ টাকার সম্পদের তথ্য গোপনসহ ১০ কোটি ৮৬ লাখ ৫ হাজার ৬৩৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় ওই মামলায়।

এ ছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাংকে ৮২ কোটি ৫১ লাখ ৪২৪ টাকা জমা করে সেখান থেকে ৭৪ কোটি ১৩ লাখ ৮৮ হাজার ৬৮৯ টাকা উত্তোলন করে স্থানান্তর এবং  হস্তান্তরের অবস্থান গোপন করারও অভিযোগ আনা হয়।

অনিক//

সর্বশেষ

পাঠকপ্রিয়