ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রেম করে বিয়ে

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩০, ১৩ জানুয়ারি ২০২৫  
স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

চাঁদপুরের মতলব দক্ষিণের নারায়ণপুরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যার চেষ্টা করেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে স্ত্রী লাকী আক্তারকে (৩৫) গলা কেটে হত্যার পর মোস্তফা আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার পর মোস্তফাকে স্ত্রীর লাশের উপরে আহত হয়ে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করে পুলিশ।  

জানা যায়, লাকী আক্তার সারপার কালা কাজী প্রধানীয়া বাড়ির মৃত নজরুল প্রধানের মেয়ে। 

প্রত্যক্ষদর্শী এবং নিহতের খালা হোসনেআরা বেগম জানান, ৭ বছর পূর্বে মোস্তফার সঙ্গে লাকীর প্রেম করে বিয়ে হয়। তাদের ৬ বছরের জুনায়েদ নামে একটি ছেলে রয়েছে। লাকী ছেলেকে নিয়ে প্রায় এক মাস হলো মোশাররফ প্রধানের পরিত্যক্ত বাড়িতে বাস করছিলেন।

এলাকাবাসী জানান, আজ সোমবার সকাল ৭টার দিকে লাকীকে নিতে আসেন মোস্তফা। এ সময় দুজনের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হলে মোস্তফা লাকীর গলায় ছুরিকাঘাত করে। এ সময় লাকী চিৎকার দিয়ে ঘর থেকে দৌড়ে বের হয়ে এসে উঠোনে লুটিয়ে পড়ে। প্রতিবেশীরা চিৎকার শুনে এগিয়ে এলে মোস্তফা তাদের সামনেই লাকীর হাতের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে। এবং নিজের পেটে ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এরপর মোস্তফা নিহত লাকীর উপরে অচেতন হয়ে লুটিয়ে পড়েন।

এ সব তথ্য নিশ্চিত করে চাঁদপুরের মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহমেদ বলেন, ‘‘আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহত লাকির ছেলে জুনায়েদের কাছ থেকে ঘটনার বিবরণ শুনেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মোস্তফাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালেও পাঠানো হয়েছে।’’

এ ঘটনায় এলাকাবাসী এবং লাকীর আত্মীয়-স্বজনরা মোস্তফার ফাঁসি দাবি করেছেন। 

অমরেশ//

সর্বশেষ

পাঠকপ্রিয়