ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লক্ষ্মীপুরে ৩ ট্রাফিক পুলিশকে মারধরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১১

লক্ষ্মীপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১২, ১৬ জানুয়ারি ২০২৫  
লক্ষ্মীপুরে ৩ ট্রাফিক পুলিশকে মারধরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১১

ফাইল ফটো

লক্ষ্মীপুরের বাগবাড়ি এলাকায় অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান চলাকালে সিএনজি চালকদের হামলায় তিন ট্রাফিক পুলিশ আহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের পাঠানো হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ফজলুল করিম। 

লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোন্নাফ জানান, গতকাল বুধবার দুপুরে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের শহরের বাগবাড়ি এলাকায় ফিটনেস ও লাইসেন্স বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনাকালে ট্রাফিক পুলিশের উপর হামলা চালায় সিএনজি চালকরা। হামলায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক সবুজ মিয়া, ট্রাফিক পুলিশ কনস্টেবল ঝুটন ভট্টাচার্য, টারজান বড়ুয়াসহ চার জন আহত হন। 

এই ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে ও ৭০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ট্রাফিক পুলিশের সার্জেন্ট মহিউদ্দিন জুয়েল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় পুলিশ এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে। 

ভিডিও ফুটেজ দেখে আসামিদের সনাক্ত করছে পুলিশ। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি আব্দুল মোন্নাফ।

ঢাকা/লিটন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়