ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে বাসায় মিলল ৮৭ বোতল বিদেশি মদ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ১৯ জানুয়ারি ২০২৫  
গাজীপুরে বাসায় মিলল ৮৭ বোতল বিদেশি মদ

গাজীপুরের শ্রীপুরে একটি ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে ৮৭ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল। 

এর আগে শনিবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার মাওনা চৌরাস্তা বাজার রোডে নবী হোসেনের বহুতল ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়। 

ওসি জানান, মাওনা চৌরাস্তার একটি ফ্ল্যাট বাসা থেকে ৮৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। 

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মদের ব্যবসা চলছিলো। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় নবী হোসেনের বাসা থেকে মদের বোতলগুলো উদ্ধার করা হয়। তবে অভিযানকালে নবী হোসেন বা অন্য কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা/রফিক/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়