ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে স্মারকলিপি প্রদান

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৪, ১৯ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৭:০৪, ১৯ জানুয়ারি ২০২৫
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে স্মারকলিপি প্রদান

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রবিবার দুপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন শিক্ষার্থীরা

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের জন্য দ্রুত ভূমি অধিগ্রহণসহ নিজস্ব ক্যাম্পাস নির্মাণের দাবিতে মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। পরে তারা জেলা প্রশাসক ফৌজিয়া খানের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। 

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে ২টার দিকে কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের অস্থায়ী ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যান কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে তারা সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করেন। সরকারি গুরুদয়াল কলেজে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে।

আরো পড়ুন:

নিরাপত্তার স্বার্থে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ জরুরি বলে জানান মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।

এসময় বিশ্ববিদ্যালয়টির গণিত বিভাগের শিক্ষার্থী তানভীর আহম্মেদ, হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাশরাফি মুর্তজা ও একই বিভাগের শিক্ষার্থী দিলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে বক্তব্য দেন- কিশোরগঞ্জ জেলা জামায়াত ইসলামীর আমির মো. রমজান আলী।

ঢাকা/রুমন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়