ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় ২ ইন্টার্ন চি‌কিৎসক‌কে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৯, ২০ জানুয়ারি ২০২৫  
কুষ্টিয়ায় ২ ইন্টার্ন চি‌কিৎসক‌কে জরিমানা

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়

দাল‌ালের দৌরাত্ম্য, রোগী হয়রানি ও প্রতারণার অভিযোগে কুষ্টিয়া ২৫০ শয‌্যা বি‌শিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চা‌লি‌য়ে‌ছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২০ জানুয়ারি) বেলা সা‌ড়ে ১১টা থে‌কে দুপুর পৌনে ৩টা পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতিম শীল ও সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম।  

আরো পড়ুন:

এ সময় ভ্রাম‌্যমাণ আদাল‌তে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অনুরোধে ব‌্যবস্থাপ‌ত্রে ওষুধ লেখার দায়ে ইন্টার্ন চিকিৎসক আশিক (২২) ও চিকিৎসকের স্বাক্ষর জাল করায় নাঈম হাসানের (২২) কাছ থে‌কে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতিম শীল বলেন, দুই ইন্টার্ন চি‌কিৎসক‌কে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়াও হাসপাতালে কর্মরত বাপ্পি ও সিনিয়র নার্স পলি খাতুনের অনিয়মের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
 

ঢাকা/কাঞ্চন/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়